কলকাতা: শেষ পর্যন্ত কি সম্ভাবনাই সত্যি হতে চলেছে? ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুমায়ুন-সেলিম 'জোট' বৈঠক। নিউটাউনের ওয়েস্ট ইন হোটেলে হুমায়ুন-সেলিম বৈঠক। নিউটাউনের হোটেলে হুমায়ুন-সেলিমের
১ ঘণ্টা বৈঠক। মহম্মদ সেলিমের সঙ্গে জোট নিয়ে আলোচনা হুমায়ুন কবীরের। রাত ৮.৩০ থেকে বৈঠক শুরু হয়। যা চলে প্রায় ৯.৪০ পর্যন্ত।.
যদিও বৈঠক শেষে বেরিয়ে 'জোট' জল্পনাকে উড়িয়ে দিলেও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলছেন 'মন বোঝা হল'। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ''জোট নিয়ে কোনও আলোচনা হয়নি। কী করতে চাইছেন, কী করবেন, তা জানতে চাইলাম। আসন সমঝোতা নিয়ে কথা হল। নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন। তাঁর লক্ষ্য কী? তিনি কী চান, তাঁর উদ্দেশ্য় কী, এগুলো তো বুঝতে হয়। জোট ওভাবে হয় না। আমাদের তো বামফ্রন্ট আছে। প্রস্তাব হচ্ছে আসল সমঝোতার। আমরা বামপন্থীরা নিজেরা আলোচনা করে নেব। আমরা আইএসএফের সঙ্গেও কথা বলা হবে। আমাদের আলোচনা তো আলিমুদ্দিনের টেবিলে হবে। এখানে নয়। আজ শুধু মন বোঝা হল।''
এই ইস্যুতে কুণাল ঘোষ বলেন, ''











