হাওড়া: রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে মুড়ে ফেলা হল হাওড়া স্টেশনকে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হল হাওড়া
স্টেশনকে। চলছে দফায় দফায় তল্লাশি।
[yt]https://youtu.be/4atgV6-eVIQ?si=8PpudN17qQf0y7Gn[/yt]
আরও পড়ুন, ৭৭তম না ৭৮তম প্রজাতন্ত্র দিবস ? জানেন কি এবার কত তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে চলেছে ভারত ?
আরপিএফ ও জিআরপি যৌথভাবে এই তল্লাশি অভিযান চালাচ্ছে। সিআইডি র বম্ব স্কোয়াড এবং রেল পুলিশের স্নিফার ডগ যাত্রীদের লাগেজ পরীক্ষা করার পাশাপাশি হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে পুলিশ কর্মীরা যাত্রীদের লাগেজ পরীক্ষা করছেন। বন্দেভারত এক্সপ্রেস, মিথিলা এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস সহ গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনগুলি ছাড়াও লোকাল ট্রেনেও চলছে পুরোদমে তল্লাশি। সিসিটিভির মাধ্যমে নজর রাখা হয়েছে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে অতিরিক্ত আরপিএফ জওয়ান এবং পুলিশ কর্মী নামানো হয়েছে।













