মুম্বই: দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ক্রিকেট মাঠে মুখোমুখি হলেই বলা হয়, দ্য গ্রেটেস্ট রাইভালরি। শ্রেষ্ঠ দ্বৈরথ। যদিও, টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে
সেই দ্বৈরথকে কটাক্ষ করে প্রোমো প্রকাশ্যে আনা হল। বুঝিয়ে দেওয়া হল, ভারত-পাকিস্তান (India vs Pakistan) লড়াই এখন বড়ই একপেশে। শুধুই ভারতের দাদাগিরি।
৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে আয়োজিত হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তবে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ১৫ ফেব্রুয়ারির অপেক্ষা। কারণ, সেদিন মহারণ। সেদিন কলম্বোয় মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। যে ম্যাচকে নিয়ে আলাদা একটি প্রোমো সম্প্রচার শুরু করেছে টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস। সেখানেই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, দ্বৈরথে ভারতের ধারেকাছেও এখন আসে না পাকিস্তান। পাক ক্রিকেটকে রীতিমতো কটাক্ষ করা হয়েছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রচারে পাকিস্তান করমর্দন বিতর্ককে টেনে এনেছিল। এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারেরা পাক দলের কারও সঙ্গে করমর্দন করেনি। সেই বিষয়টিকে কটাক্ষ করা হয়েছিল পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রোমোশনে। তারই জবাব যেন এবার দিল টি-২০ বিশ্বকাপের অন্যতম আয়োজক ভারত।
টি-২০ বিশ্বকাপের প্রোমোশনাল ভিডিওতে দেখা গিয়েছে জনপ্রিয় ইউটিউবার অভিষেক মালহানকে (Abhishek Malhan)। সঙ্গে আরও কয়েকজন ক্রিকেটপ্রেমী যাঁরা ভারতীয় দলের নীল জার্সি পরে রয়েছেন । প্রোমোশনাল ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানের এক সমর্থকের সঙ্গে লিফটে ওঠার মুহূর্তে দেখা হয়ে যাচ্ছে ওই পাক ক্রিকেটপ্রেমীর। পাক ক্রিকেটপ্রেমী ভারতীয় ভক্তদের বলছেন, 'ও ভাই, ১৫ তারিখের জন্য তৈরি?' ভারতীয় ক্রিকেটপ্রেমী জবাব দিচ্ছেন, 'তোমাদের হারানোর জন্য সব সময় তৈরি।' পাক ক্রিকেটপ্রেমী তখন বলেন, 'হাল্কাভাবে নিও না আমাদের । ভুলে যেও না এটা পৃথিবীর শ্রেষ্ঠ দ্বৈরথ।' যা শুনে ভারতীয় ক্রিকেটপ্রেমীর কটাক্ষ, 'আরে, আপনাদের দলকে হাল্কাভাবে নেব কী করে ? গ্রেটেস্ট রাইভালরিকে এবার ৭-১ থেকে ৮-১ করতে হবে। ইতিহাসের পুনরাবৃত্তি করব, পড়শি দেশকে হারাব ।'
STAR SPORTS PROMO FOR INDIA vs PAKISTAN T20 WORLD CUP...!!!
— Johns. (@CricCrazyJohns) January 29, 2026
Time to make 8-1 in the Greatest Rivalry. 💥 pic.twitter.com/2TyFt4wR1p











