রুমা পাল, কলকাতা : SIR নিয়ে রাজ্য রাজনীতিতে সংঘাতের আবহে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছে নির্বাচন কমিশন। ওইদিন বিকেল ৪টের সময় সাক্ষাতের জন্য মুখ্যমন্ত্রীকে সময় দেওয়া হয়েছে। ১৫ জনের টিম নিয়ে যেতে পারবেন মুখ্যমন্ত্রী, এমনই খবর কমিশন সূত্রে।
এর আগে SIR প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তুলে অন্তত ৫টি চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দিন আগেই তিনি ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, এতজন মানুষ মারা যাচ্ছেন। তাই তিনি নিজেই দিল্লি যাবেন। SIR প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির অভিযোগ বারবার তুলেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের তরফে CEO দফতরে গিয়ে একাধিক অভিযোগ জানিয়ে এসেছে তাদের প্রতিনিধিদল। CEO দফতর থেকে তা EC-তে পাঠানো হয়েছিল। এদিনও SIR নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের সভা থেকে তিনি বলেছেন, "SI-এর নামে চক্রান্ত করে নাম কাটছেন ! কেন মানুষের প্রতি বিশ্বাস নেই ? বিশ্বাস করুন মানুষকে। ২ কোটি মানুষের নাম কেটে নির্বাচন কমিশন ঠিক করে দেবে কে ভোটার আর কে ভোটার নয় ? না, মানুষ ঠিক করবে সরকার কে তৈরি করবে ? এটা গণতন্ত্র, এটা একনায়কতন্ত্র নয়। এটা স্বৈরতন্ত্র নয়। তাই বলি, সাবধান...স্বৈরাচারীরা, ব্যাভিচারীরা ।"
পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। দুর্গাপুরের সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেন, "SIR এবার নতুন নয়। এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে। কত নাম বাদ গেছে ? ৫৮ লক্ষ। লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই। তৃণমূল বলবে ভোট করব না। ফাইনাল ভোটার লিস্ট বেরোতে দিন। SIR নির্বাচন কমিশন করে, আমরা করি না। আমরা বলি, মৃত ভোটার, অস্তিত্বহীন ভোটার, ভুয়ো ভোটার এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম আমরা ভোটার তালিকায় রাখতে দেব না।"














