Nirmala Sitharaman : আসন্ন ১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের সাধারণ বাজেট। তবে এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি অনন্য নজির
গড়তে চলেছেন— তিনি টানা নবমবারের মতো দেশের বাজেট পেশ করবেন। সাধারণত অর্থমন্ত্রীরাই বাজেট পেশ করেন, কিন্তু ভারতের সংসদীয় ইতিহাসে এমন কিছু সময় এসেছে যখন দেশের প্রধানমন্ত্রীরা নিজেই সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।
কখন এবং কেন এই ব্যতিক্রমী ঘটনাগুলো ঘটেছিল, দেখে নিন এক নজরে:
১ জওহরলাল নেহরু (১৯৫৮-৫৯)
ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বাজেট পেশ করার নজির গড়েছিলেন জওহরলাল নেহরু। ১৯৫৮-৫৯ অর্থবর্ষের বাজেট তিনি পেশ করেন।
কেন এই সিদ্ধান্ত? সেই সময়ের অর্থমন্ত্রী টি.টি. কৃষ্ণমাচারী 'মুন্দ্রা কেলেঙ্কারি' বা কারেন্সি স্ক্যামে নাম জড়ানোর কারণে পদত্যাগ করতে বাধ্য হন। বিচারপতি চাগলা কমিশন তাঁকে দোষী সাব্যস্ত করার পর, নেহরু নিজে অর্থ মন্ত্রকের দায়িত্ব নেন এবং বাজেট পেশ করেন।
বাজেটের বৈশিষ্ট্য: এই বাজেটে প্রথমবার 'গিফট ট্যাক্স' (Gift Tax) বা উপহার করের প্রস্তাব রাখা হয়েছিল। ১০,০০০ টাকার বেশি মূল্যের সম্পত্তি হস্তান্তরের ওপর এই কর কার্যকর করার কথা বলা হলেও, স্ত্রীর জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত উপহার করমুক্ত রাখা হয়েছিল।
২. ইন্দিরা গান্ধী (১৯৭০-৭১)
ইন্দিরা গান্ধী ছিলেন দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং প্রথম মহিলা যিনি কেন্দ্রীয় বাজেট পেশ করেন।
কেন এই সিদ্ধান্ত? ১৯৬৯ সালে তৎকালীন অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের সাথে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক মতভেদ চরমে পৌঁছায়। মোরারজি দেশাই পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজে অর্থ মন্ত্রকের ভার নেন।
বাজেটের বৈশিষ্ট্য: ১৯৭০ সালের এই বাজেটে গিফট ট্যাক্সের সীমা ১০,০০০ টাকা থেকে কমিয়ে ৫,০০০ টাকা করা হয়েছিল। এ ছাড়া পরোক্ষ করের ক্ষেত্রে বড় পরিবর্তন এনে সিগারেটের ওপর কর ৩% থেকে বাড়িয়ে ২২% করা হয়।
৩. রাজীব গান্ধী (১৯৮৭-৮৮)
প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ১৯৮৭-৮৮ অর্থবর্ষের বাজেট পেশ করেন, যেখানে প্রযুক্তি ও আধুনিকীকরণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল।
কেন এই সিদ্ধান্ত? তৎকালীন অর্থমন্ত্রী ভি.পি. সিং-এর সাথে রাজীব গান্ধীর দূরত্ব বাড়ছিল, বিশেষ করে বোফর্স কেলেঙ্কারি তদন্তের সূত্র ধরে। চাপের মুখে ভি.পি. সিং পদত্যাগ করলে রাজীব গান্ধী নিজেই অর্থ মন্ত্রকের দায়িত্ব পালন করেন এবং বাজেট পেশ করেন।
বাজেটের বৈশিষ্ট্য: তিনি প্রথমবারের মতো কর্পোরেট ট্যাক্স (Corporate Tax) প্রবর্তন করেন। দেশীয় ও বিদেশি উভয় সংস্থার আয়ের ওপর এই কর আরোপ করা হয়েছিল।










