কলকাতা: রাজ্যে ৪ নতুন রেললাইন, ভোটমুখী পশ্চিমবঙ্গে একগুচ্ছ প্রকল্পের অনুমোদন রেলের ! উত্তর ২৪ পরগনা ও নদিয়ার ৪টি রেল প্রকল্পে সবুজ সঙ্কেত। রেল প্রকল্পগুলির
বিস্তারিত বিবরণ-সহ বিজ্ঞপ্তি পূর্ব রেলের।
[yt]https://youtu.be/bk42dHfdciY?si=aNpTAri8Z0yLLPc-[/yt]
আরও পড়ুন, "যার মাথায় পিসির হাত, তিনিই খাবেন জেলের ভাত.." ! কে যেতে পারেন শ্রীঘরে ? কার কথা বলছেন শুভেন্দু ?
বনগাঁ– চাঁদাবাজার ১১.৫ কিমি নতুন রেললাইন। এই প্রকল্পে ৩টি বড় সেতু এবং ১টি ছোট সেতু তৈরি হবে। বনগাঁ–পোড়ামহেশতলা ২০ কিমি রেল প্রকল্পে ছাড়পত্র রেলের। এই সেকশনে ১টি বড় সেতু এবং ৩৭টি ছোট সেতু তৈরি হবে। চাঁদাবাজার- বাগদা ১৩.৮ কিমি রেলপথে ছাড়পত্র। বনগাঁ-বাগদা স্টেট হাইওয়ের সমান্তরালে তৈরি হবে এই লাইন। ২টি বড় সেতু এবং ১৪টি ছোট সেতু তৈরি হবে। আড়ংঘাটা– দত্তফুলিয়া ৮.১৭ কিমি নতুন রেললাইন। এই সেকশনে ১৫টি ছোট সেতু নির্মাণ করা হবে।










