কলকাতা : আনন্দপুর যেন মৃত্য়ুপুরী! নাজিরাবাদে ২ টি গুদামে ভয়াবহ আগুন। ডেকরেটার্সের গুদাম থেকে আগুন ছড়ায় খাবারের গুদামে। পুড়ে, ঝলসে মৃত্য় হল, বেশ কয়েকজন
কর্মীর। এখনও খোঁজ মেলেনি অনেকের। নিখোঁজ কর্মীদের আত্মীয়দের দাবি, গোডাউনের দরজা ছিল তালাবন্ধ। জেসিবি দিয়ে লোহার কাঠামো সরিয়ে, শুরু হয়েছে খোঁজ। ঘটনাস্থলে পৌঁছে বড় প্রশ্ন তুললেন এবার দমকল মন্ত্রী সুজিত বোস।
[yt]https://youtu.be/74y0S8E4fpY?si=_KHw12nW4QDLaXYE[/yt]
আরও পড়ুন,পাঁশকুড়ার শিক্ষিকার হোটেলে রহস্যমৃত্যু ! পুলিশ দেখতেই কেন "কীটনাশক" খেলেন শিক্ষিকার বন্ধু ?
এদিন দমকল মন্ত্রী বলেন, 'অনেক বড় জায়গা জুড়ে দুই খানা গোডাউন ছিল। আমরা সকাল থেকে এটা ফলো করছি। ফায়ারের এনকোয়ারি হয়। ফায়ারের রিপোর্ট হয়, কিন্তু মানুষেরও কিছু অসতর্কতা থাকে। এতবড় শহরের মধ্যে অনেকে অনেক কিছু ঘটনা ঘটায়। অনেকে নিজেরা বুঝতে পারে না, অনেকে লাইফটার থেকে ব্যবসাটাকে মনে করে বড়! আমরা এগুলি খতিয়ে দেখব সব। কিন্তু ওখানে অত লোক থাকবে কেন রাত্রিবেলায় ? একটা গোডাউনের মধ্যে অতলোক থাকবে কেন ? এগুলি এনকোয়ারি হচ্ছে।'










