কলকাতা: টলিউডের অন্দরের বিতর্ক যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। ছবি মুক্তি নিয়ে টলিডডে বারে বারে মিটিংয়ে বসেছে স্ক্রিনিং কমিটি। উদ্দেশ্য ছিল, ছোট থেকে বড়, সমস্ত
প্রযোজক যাতে সমানভাবে শো পান, কারোও ছবি যেন ক্ষতির সম্মুখীন না হয়, একসঙ্গে একাধিক ছবি মুক্তি পাওয়ার কারণে হল পাওয়া নিয়ে যেন কোনও অসন্তোষ না তৈরি হয়.. ইত্যাদি ইত্যাদি। তবে টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে যে, স্ক্রিনিং কমিটির সঙ্গে বারে বারে মতপার্থক্য হচ্ছে দেবের (Dev)। প্রথমে তাঁর 'নোটা'-তে ভোট দেওয়া থেকে শুরু করে স্ক্রিনিং কমিটির বৈঠকে বারে বারে অমত.. সব মিলিয়ে ছবিটা যেন হয়ে দাঁড়াচ্ছিল, দেব বনাম স্ক্রিনিং কমিটি।
তবে এমনটা নয় যে, দেব আর স্ক্রিনিং কমিটির ভিতরের এই দূরত্ব মেটানোর চেষ্টা করা হয়নি। সদ্য দেওয়া একাধিক সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বারে বারে এই বার্তা দিয়েছিলেন যে, টলিউডের সবাইকে একটা পরিবারের মতো থাকতে হবে। এরপরে, স্ক্রিনিং কমিটির মিটিংয়ে দেব একাধিকবার হাজির থাকলেও, ঠিক কী আলোচনা হয়েছে সেখানে বা দেব তার ছবি মুক্তি নিয়ে কোনও মধ্যস্থতায় এসেছেন কি না, তা জানা যায়নি। তবে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে প্রকাশ পায়, স্ক্রিনিং কমিটির মিটিংয়ে দেব নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও জিৎ (Jeet)-কে অসম্মানজনক কথা বলেছেন।
এই কথা প্রকাশ্যে আসলেও, দেব, জিৎ বা প্রসেনজিৎ, কেউই এ নিয়ে মুখ খোলেননি। তবে খবর ছড়িয়েছিল, দেব নাকি প্রসেনজিৎকে উদ্দেশ্য করে বলেছিলেন, 'পদ্মশ্রী টদ্মশ্রী পেয়েছ, তোমার কথা শুনতেই হবে'। জিৎ যে পুজোর সময় ছবি নিয়ে আসছেন, সেটা নিয়েও নাকি কটাক্ষ করেছিলেন দেব। এই বিষয়ে দেব বা প্রসেনজিৎ কেউ মুখ না খুললেও, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন প্রসেনজিৎ যার বার্তা ছিল, কিছু কিছু সময়ে চুপ থাকাই শ্রেয়।
তবে সেইদিনকার মিটিংয়ে, প্রসেনজিৎ আর দেবের মধ্যে যে কিছু না কিছু সমস্যা তৈরি হয়েছিল, তার প্রমাণ আজকের পোস্ট। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ আজ ২টি ছবি পোস্ট করেন দেব। প্রসেনজিতের উৎসব বাড়ির বাগানে তোলা সেই ছবি। একটি ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে আছেন তিনি আর প্রসেনজিৎ। আরেকটি ছবিতে, দেব আর প্রসেনজিতের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ পুত্র, মিশুক। সেই ছবি আবার পাল্টা নিজের সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, 'তুই এলি , কথা বললি, ভাল লাগল। নিজের খারাপলাগাগুলো সরিয়ে, বাড়ির ভুল বোঝাবুঝিগুলো সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভাল থাক। আদর।'
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পোস্টে তাঁর 'কাছের মানুষ' দেবের প্রতি স্নেহ প্রকাশ পেলেও, তাঁদের মধ্যে সত্যিই যে, 'ভুল বোঝাবুঝি' হয়েছিল, সেই পোস্টেও সিলমোহর দিল বটে।
View this post on Instagram










