গুয়াহাটি: গত ম্যাচে প্রথম বলে আউট হয়েছিলেন। তবে ঠিক পরের ম্যাচেই ফের একবার অভিষেক শর্মা (Abhishek Sharma) প্রমাণ করে দিলেন কেন তিনি বর্তমান বিশ্বের এক নম্বর
(আইসিসি ব়্যাঙ্কিং) টি-টোয়েন্টি ব্যাটার। ব্যাট হাতে তিনি যে স্বপ্নের ফর্মে রয়েছেন, তা বলাই বাহুল্য। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs NZ 3rd T20I) স্বপ্নের মতোই ব্যাটিং করলেন অভিষেক। মাত্র ২০ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা।
গত ম্যাচে প্রথম বলে আউট হলেও, সপ্তাহান্তে নিজের প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। প্রথম বলে ছক্কা মারাটা কার্যত রীতিতেই পরিণত করে ফেলেছেন তিনি। এই বিষয়ে অবশ্য তাঁর দাবি তিনি এমন কিছু আগে থেকে ভেবে আসেন না। ম্যাচের পর অভিষেক বলেন, 'আমি কিন্তু প্রথম বল থেকেই ব্যাট চালাব এমনটা আগে থেকে ভাবি না। ওটা ক্রিজে নামলে পরিস্থিতি বুঝে একটা সহজাত প্রবৃত্তির মতো। আমি মনে মনে ভাবি যে বোলাররা আমায় প্রথম বলে আউট করার জন্য কোথায় বল করতে পারে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিই। এটা ভাবনাটা সবসময় আমার মাথায় চলতে থাকে।'
এদিন মাত্র ১৪ বলে অর্ধশতরান হাঁকান অভিষেক। অল্পের জন্য তাঁর আইডল যুবরাজ সিংহের রেকর্ড ভাঙা হল না। সেই রেকর্ড ভাঙাটা কার্যত অসম্ভব বলেই মনে করেন অভিষেক। 'আমার দল আমার থেকে দ্রুত রান চায় এবং আমি সবসময় সেই অনুযায়ীই খেলার চেষ্টা করি। হ্যাঁ, নিঃসন্দেহেই সবসময় এমনটা করা সহজ নয়। তবে আমার মতে এই গোটা বিষয়টাই মানসিকভাবে কোনও ব্যাটার কীভাবছে, সাজঘরের বাকিরা কী বলছে, তার ওপর নির্ভরশীল। (যুবরাজের) রেকর্ড ভাঙাটা সকলের জন্যই অসম্ভব। অবশ্য বলা যায় না, তবে আমাদের ব্যাটাররা এই সিরিজ়ে যেমন ব্যাট করছেন, তাতে যে কেউই এই রেকর্ড ভাঙতে পারেন। দেখা যাক।'
অতীতে ১৭ বলে অর্ধশতরানের কৃতিত্ব ছিল অভিষেকের নামে, এদিন তার থেকেও তিন বল কম খেলে ৫০ রানের গণ্ডি পার করেন তিনি। শেষমেশ ২০ বলে ৬৮ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কায়। ঘটনাক্রমে, এই নিয়ে নয়বার ২৫ বা তার কম বলে অর্ধশতরান হাঁকালেন অভিষেক। এটি বিশ্বরেকর্ড।
পাওয়ার প্লেতে তিন নম্বর বার হাফসেঞ্চুরি পূরণ করলেন অভিষেক, যা ভারতীয় হিসাবে সর্বাধিক। সবথেকে লক্ষ্যণীয় বিষয় হল আজকের ইনিংসে অভিষেক একটিও ডট বলই খেলেননি, যা তাঁর ব্যাটার হিসাবে দক্ষতাকে তুলে ধরে। অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে ১০২ রানের পার্টনারশিপে ভারতকে জেতালেন অভিষেক। মাত্র ১০ ওভারেই ১৫৪ রানের টার্গেটে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। বলের নিরিখে ১৫০ রান তাড়া করে জয়ের ক্ষেত্রে এটি দ্রুততম। গুয়াহাটিতে এই ম্যাচ জিতে ভারতীয় দল ক্যাপ্টেন সূর্যর নেতৃত্বে সিরিজ় জয়ের ধারা অব্যাহত রাখল।














