Ajit Pawer Death in Plane Crash: ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। জানা যাচ্ছে, যে বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে,
আগেও দুর্ঘটনার কবলে পড়েছিল সেই প্রাইভেট জেটটি। সূত্রের খবর, ২০২৩ সালে এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল। প্রবল বৃষ্টির মধ্যে মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে স্কিড করেছিল এই বিমানটি এবং ক্র্যাশ করেছিল অবতরণের আগের মুহূর্তে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ঘটেছিল এই দুর্ঘটনা। শোনা যাচ্ছে, এবারও অবতরণের সময়েই ভেঙে পড়েছে এই প্রাইভেট জেটটি। জানা গিয়েছে, নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন অজিত পাওয়ার। চারটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা ছিল তাঁর।
বুধবার সকালে বারামতীতে ঘটেছে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। এনসিপি প্রধান অজিত পাওয়ার ছাড়াও বিমানে ছিলেন আরও ৪ জন। তাঁদের মধ্যে একজন পাইলট। অন্যজন ক্রু মেম্বার। মোট ৫ জনেরই মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বুধবার সকাল ৮টা নাগাদ মুম্বই থেকে উঠেছিল Learjet 45- মাঝারি আয়তনের এই বিজনেস জেট এয়ার এয়ারক্র্যাফটটি। এই এয়ারক্র্যাফটের মালিক VSR Ventures এবং এই সংস্থাই দেখভাল করে এই বিমানের। উড়ানের ৪৫ মিনিট পর অবতরণের চেষ্টা করেছিল বিমানটি। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে বারামতী বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে বিমানটি। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই দাউদাউ করে জ্বলে ওঠে এই বিমানটি। মুহূর্তেই সব শেষ হয়ে যায়।
#WATCH | Maharashtra | Wreckage of aircraft at the crash site in Baramati. The plane carried five people, including Maharashtra Deputy CM Ajit Pawar, all of whom died in the plane crash pic.twitter.com/ZZW81elKin
— ANI (@ANI) January 28, 2026
মহারাষ্ট্রের বারামতীতে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ভেঙে পড়া প্রাইভেট বিমানে ছিলেন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু। অজিত পাওয়ারের সঙ্গে বিমানে থাকা আরও ৪ জনের মৃত্যু। অবতরণের সময় ভেঙে পড়ে বিমান, খবর সূত্রের। ভেঙে পড়ার আগে জরুরি অবতরণের জন্য মে ডে কল পাইলটের, খবর সূত্রের। প্রথমবার অবতরণে সমস্যা, দ্বিতীয় অবতরণের জন্য এমার্জেন্সি কল। দ্বিতীয়বার অবতরণের আগেই ভেঙে পড়ে অভিশপ্ত বিমান। নির্বাচনী প্রচারে আজ বারামতীতে যাচ্ছিলেন অজিত পাওয়ার। সকাল ৮.৪৫ নাগাদ দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ। বারামতীর উদ্দেশে রওনা দিলেন অজিত পাওয়ারের পরিবারের সদস্যরা। ভেঙে পড়া চার্টার্ড বিমানটির বয়স ১৫ বছর।










