কলকাতা: মঙ্গলবার সন্ধে থেকেই কার্যত তোলপাড় পড়ে গিয়েছিল একটা পোস্টের পরে। সোশ্যাল মিডিয়ায় আবেগের বিস্ফোরণ। আর সেটা এতটাই যে পোস্টদাতাকে পরের পোস্টে ফের
আশ্বস্ত করতে হয়, তিনি সঙ্গীত ছেড়ে দিচ্ছেন না। অরিজিৎ সিংহ (Arijit Singh)। যাঁকে বলা হয়, 'দ্য় ম্যান উইথ নো হেটার্স'। অর্থাৎ, যাঁকে কেউ ঘৃণা করে না। সেই অরিজিৎ সিংহ মঙ্গলবার সন্ধেয় ঘোষণা করলেন, তিনি আর সিনেমার গান গাইবেন না। হাতে যে কাজগুলি রয়েছেন, সেগুলি করবেন বটে, কিন্তু নতুন করে আর সিনেমার কোনও গানের সঙ্গে তিনি যুক্ত হবেন না। আর এরপরেই, সোশ্যাল মিডিয়া কার্যত ভেঙে পড়ে আবেগে। অনেকে, যাঁরা অরিজিৎ সিংহের সঙ্গে কাজ করেছেন, তাঁরা অরিজিতের সঙ্গে নিজের নিজের কাজের অভিজ্ঞতার কথাও বলেছেন।
সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন চিন্ময়ী শ্রীপদ। অরিজিতের সঙ্গে একাধিক কাজ করেছেন তিনি। সঙ্গীতশিল্পীর মধ্যে কী কোনও পরিবর্তন লক্ষ করেছিলেন চিন্ময়ী? সঙ্গীতশিল্পীর কথায়, 'প্রীতস স্যারের সঙ্গে রেকর্ডিংয়ের সময় অরিজিতের সঙ্গে আমার প্রথম দেখা, আলাপ। অরিজিৎ কথায় কথায় বলেছিলেন, বলিউডে তাঁর আধিপত্য.. এই সমস্ত কিছু থেকে দূরে সরে যাবেন তিনি। সেই সময়ে 'তুম হি হো' মুক্তি পায়নি। ওঁর সঙ্গে আমি একাধিক কাজ করেছি। সবচেয়ে জনপ্রিয় গায়ক হয়েও, ওর মধ্যে কোনও পরিবর্তন দেখিনি।'
চিন্ময়ী শ্রীপদ আরও বলেন, 'অরিজিৎ সিংহ শুধু একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পীই নয়, উনি একজন মিউজিশিয়ান, পরিচালক.. আরও কত কী! আমি একটা কথাই বলতে পারি, উনি এমন একজন মানুষ, যিনি আধ্যাত্মবাদের খুব কাছাকাছি থাকা একটা মানুষ। ওর সঙ্গে যাঁরা কাজ করেছেন, যাঁরা বুঝেছেন, তাঁরা জানেন, ওঁর সঙ্গে কাজ করা যেন ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাওয়া।' কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিংহ? এক্স হ্যান্ডলে করা পোস্ট থেকেই জানা যায়, সেখানে তিনি লিখেছেন, 'এই সিদ্ধান্তের নেপথ্যকারণ শুধুমাত্র একটি নয়। একাধিক কারণ রয়েছে। আমি অনেক দিন ধরেই এটা করার চেষ্টা করছিলাম। অবশেষে সাহসে কুলিয়ে উঠতে পরেছি। একটি কারণ হল, খুব তাড়াতাড়ি একঘেয়ে লাগতে শুরু করে আমার। যে কারণে এক-একটি গানের ব্যবস্থাপনাও পাল্টাতে থাকি আমি। সেই মতো স্টেজে পারফর্ম করি। তাই বলা যেতে পারে, একঘেয়েমি এসে যায় তাড়াতাড়ি’।










