What is the story about?
নয়া দিল্লি: দিশি কুকুরের পর এবার 'রোবট ডগ'। 'আত্মনির্ভর ভারতের' অন্যতম সেরা বিজ্ঞাপন এই 'রোবটিক কুকুর' এবারের প্রজাতন্ত্র দিবসের বড় আকর্ষণ হতে চলেছে নিঃসন্দেহে। বিশ্বের অন্যতম বৃহত্তম সশস্ত্র সেনা ভারতের। বিশ্বের মধ্যে উদ্ভাবন ও উন্নয়নের নিরিখে দেশের সেনা বাহিনী বর্তমানে কারও চেয়ে একচুলও পিছিয়ে নেই। গতবছরই চিনা সেনা বেজিংয়ে প্যারেডে তাদের রোবট কুকুর প্রকাশ্যে এনেছিল। তার একবছরেরও কম সময়ে এবার প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথে খেল দেখাবে 'দিশি রোবট কুকুর'। পোশাকি নাম মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট (Multi-Utility Legged Equipment) বা 'মিউল'।
২৬ জানুয়ারির আগে সকলের নজর কেড়ে নিয়েছে ভারতীয় সেনার এই 'রোবট ডগ'। পিঠে রাইফেল আটকানো, শতাধিক 'রোবটিক ডগ' নিখুঁত ছন্দে প্যারেডের মহড়া দিচ্ছে। এই ছবি নিঃসন্দেহে ভারতীয় সেনার 'অটোমেটেড' ওয়ারফেয়ারের অন্যতম সেরা বিজ্ঞাপন। কর্তব্যপথে সার দিয়ে হাঁটছে রোবট কুকুর। সশস্ত্র সেনার সঙ্গে তাল মিলিয়ে। ছন্দে কোথাও এতটুকু খামতি নেই। যে-ই দেখছে, আবার ফিরে তাকাচ্ছে। অবাক হয়ে মোবাইল তাক করছে। কারণ, এই দৃশ্য এতদিন সাধারণত কল্পবিজ্ঞানের গল্পে বা সিনেমায় দেখা যেত।Spotted at today’s Republic Day rehearsals: The Indian Army’s new rifle mounted tactical dog robots. pic.twitter.com/gpmsq8LAdZ
— Dustin (@r0ck3t23) January 24, 2026
এবছর আইপিএলে প্রায় একই ধরণের রোবটিক কুকুর দেখা গেলেও সেটির কাজ ছিল নেহাতই দৃশ্য ক্যামেরা-বন্দি করা। কিন্তু 'এই কোয়াড্রা-লেগড' বা চারপেয়েরা খেলনা নয়। যেমন ভয়ঙ্কর, তেমনই খুনী প্রকৃতির। প্রত্যেকের পিঠে মাউন্টেড রাইফেল। প্রতি সেকেন্ডে নিমেষে শয়ে শয়ে বুলেট চালাতে পারে শত্রুর দিকে। গতবছর পর্যন্ত মার্কিন ও চিনা সেনার কাছেই এই ধরণের কুকুর ছিল। কিন্তু এবার ভারতও এই ধরণের রোবট কুকুরকে যুদ্ধক্ষেত্রে নামাচ্ছে। তারই আগাম আঁচ পাওয়া যাচ্ছে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের প্রস্তুতিতে।Indian Army's Special Robotic
Dog 🔥 The Indian Army's robotic dogs, known as Multi-Utility Legged Equipment (MULES), are designed to enhance operational efficiency and reduce risks to soldiers in challenging environments#indianarmy @adgpi pic.twitter.com/648h8YbdNd
— SansadTV (@sansad_tv) January 5, 2026
কী বিশেষত্ব রয়েছে এই রোবোটিক মিউলের?
- মূলত ক্যামেরা লাগানো 'আনম্যানড গ্রাউন্ড ভেহিক্যাল'
- হাই রেজোলিউশন ক্যামেরার মাধ্যমে সর্বক্ষণ নজরদারিতে ওস্তাদ
- চূড়ান্ত প্ৰতিকূল পাহাড়ি এলাকায় সহজেই পৌঁছবে 'মিউল'
- মাইনাস ৪০ ডিগ্রি থেকে ৫৫ ডিগ্রি, সব আবহাওয়াতেই সমান দক্ষ
- নিঃশব্দে শিকারির মতো কাজ করতে পারে, মোতায়েন LoC-তে
- লুকানো মাইন, IED বা বোমা খুঁজে দেবে সেন্সরের মাধ্যমে
- কেমিক্যাল বা বায়ো হামলা হলেও বিষাক্ত এলাকায় ঢুকে যাবে













