What is the story about?
নিজের বাড়ি, নিজের গাড়ি! দেশের প্রত্যেক মধ্যবিত্তের স্বপ্ন। আর সেই স্বপ্নকে আরও বৃহৎ আকার দিতে অনেকেই হোম লোন নিয়ে বাড়ি কিনে ফেলেন। কিন্তু হিসাবে বলছে কেউ যদি বছরে ৮.৫ শতাংশ সুদ দেন, তাহলে ৬০ লক্ষ টাকার হোম লোনের ক্ষেত্রে তাকে ২০ বছরে সব মিলিয়ে দিতে হয় ১ কোটি ২৫ লক্ষ টাকার মতো। কিন্তু এমন কিছু ব্যাপার রয়েছে যেখানে আপনার হোম লোনের সময়কাল তো বটেই, বেঁচে যাবে আপনার প্রায় ২০ লক্ষ টাকা। কি বিশ্বাস হচ্ছে না তো? বিশেষজ্ঞ সুমিত বাঙ্গার বলছেন, হোম লোন ওভারড্রাফট অ্যাকাউন্টের কথা। তিনি লিঙ্কডইনে একটি পোস্ট করেছেন। আর সেখানেই তিনি বলেছেন, সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা সেখানে না রেখে এই ওভারড্রাফট অ্যাকাউন্টে রাখলেই হল। কারণ, সেভিংস অ্যাকাউন্টে যেখানে মাত্র ২.৫ শতাংস সুদ পাওয়া যায়, সেখানে এই ওভার ড্রাফট অ্যাকাউন্টে কার্যত পাওয়া যায় প্রায় ৯ শতাংশ হারে সুদ।















