কলকাতা: তিনি সদ্য দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন । এসএ-টোয়েন্টিতে তাঁর প্রশিক্ষণাধীন দল প্রিটোরিয়া ক্যাপিটালস ফাইনালে উঠে পরাজিত হয়েছে । দেশে ফিরেই এবার ক্রিকেট প্রশাসনে বহ্যস্ত হয়ে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়
। বৃহস্পতিবার ইডেন পরিদর্শন করেন সৌরভ । এই মাঠে টি-২০ বিশ্বকাপের ম্যাচ রয়েছে । তারই প্রস্তুতি খতিয়ে দেখলেন সৌরভ ।
তার মাঝেই টি-২০ বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টও বেছে নিলেন দাদা । সৌরভ জানিয়েছেন, যদিও টি-২০ ক্রিকেট । এখানে মুহূর্তে সব বদলে যেতে পারে । তবু সৌরভ বেছে নিয়েছেন চার দল । বলেছেন, 'সেমিফাইনালে খেলতে পারে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ।'
টি-২০ বিশ্বকাপ মানেই তরুণ রক্তের খেলা । বিশ্ব ক্রিকেটের এমন অনেক মুখকে দেখা যাবে, যাঁদের বয়স কম । অথচ প্রতিশ্রুতিমান । যাঁদের জন্য মাঠে যেতে চাইবে জনতা । টিভি খুলে বসবেন ক্রিকেটপ্রেমীরা । এরকম কাকে দেখছেন এবারের বিশ্বকাপে? সৌরভ বলছেন, 'অনেকে আছে । ভারতের অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ । দুর্দান্ত ক্রিকেটার । ভীষণ উত্তেজক সব শট খেলে ।' যোগ করছেন, 'এছাড়া দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাবস ও এইডেন মারক্রাম রয়েছে । ইংল্যান্ডের হাতে রয়েছে জস বাটলার । ওয়েস্ট ইন্ডিজ়ের অস্ত্র হতে পারে শেরফান রাদারফোর্ড । অস্ট্রেলিয়ার হাতে রয়েছে ট্র্যাভিস হেডের মতো তারকা । মিচেল মার্শ রয়েছে । সব মিলিয়ে অনেক দলই শক্তিশালী ।'
টি-২০ ক্রিকেটকে মনে করা হয় ব্যাটারদের খেলা । চার-ছক্কার সুনামি দেখা যায় । তবে বোলাররাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন । এরকমই কয়েকজনকে বেছে নিয়েছেন সৌরভ । কারা হতে পারেন বল হাতে তুরুপের তাস? সৌরভ বলেছেন, 'বুমরা আছে, জশ হেজেলউড, জোফ্রা আর্চার ও কাগিসো রাবাডা । স্পিনারদের মধ্যে বরুণ চক্রবর্তীও নজর কাড়বে ।'
কোন দুই দলের খেলা দেখতে সবচেয়ে বেশি রোমাঞ্চ পাবেন? সৌরভ বলছেন, 'অস্ট্রেলিয়া দারুণ দল । ভারত ভাল দল । আমার মনে হয় সবচেয়ে রোমাঞ্চকর দুটি দলকে বেছে নিলে ভারত একটি । অন্য দলটি অস্ট্রেসিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে কোনও একটি ।'
টুর্নামেন্টের কালো ঘোড়া? সৌরভ একটুও না ভেবে বলছেন, 'নিউজ়িল্যান্ড । বরাবরই দারুণ দল । সব হিসেব বদলে দিতে পারে ।'









