নয়াদিল্লি: আর মাত্র দিন দশেকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup 2026) মহারণ। মেগা টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ঝালাই করে নেওয়ার জন্য সব দলই মোটামুটি প্রস্তুতি ম্যাচ
খেলে। ভারতীয় দল (Indian Cricket Team) কাদের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলবে?
এখনও পর্যন্ত যা খবর তাতে বিসিসিআই ইতিমধ্যেই বিশ্বচ্যাম্পিয়ন ভারতের জন্য প্রস্তুতি ম্যাচের জন্য প্রতিপক্ষ নির্ধারণ করে ফেলেছে। ৪ ফেব্রুয়ারি গত বারের ফাইনালের পুনরাবৃত্তি ঘটবে। ২০২৪ সালের বিশ্বকাপের রানার্স আপ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলবে বলেই বিসিসিআইয়ের সূত্র মারফৎ শোনা যাচ্ছে। নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এই প্রস্তুতি ম্যাচ খেলা হবে বলে খবর।
খবর অনুযায়ী ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে গোটা ভারতীয় দল একত্রিত হবে। ঘরের মাঠে মেগা টুর্নামেন্টের আগে বোর্ড ভারতীয় দলের প্রস্তুতিতে কোনও ফাঁকফোকর রাখতে চায় না। সেই কারণেই শক্তিশালী প্রোটিয়া দলের বিরুদ্ধে ম্যাচ খেলে শেষবেলার প্রস্তুতি সেরে নেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
তবে শোনা যাচ্ছে শুধু ভারত নয়, ভারতীয় 'এ' দলও প্রস্তুতি ম্যাচগুলির অংশ হতে পারে। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিরুদ্ধে যথাক্রমে ২ ফেব্রুয়ারি ও ৬ ফেব্রুয়ারি নভি মুম্বই এবং বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে 'এ' দল দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে বিশ্বকাপের আগে কিন্তু ভারতীয় দলে চোট আঘাত নিয়ে উদ্বেগ কমছে না।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে আঙুলে চোট পান ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক অক্ষর পটেল। তারপর তিনি দুই ম্য়াচ খেলেননি। তাঁর ফিটনেস কেমন সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। সংশয় রয়েছে ওয়াশিংটন সুন্দরের ফিটনেস নিয়েও। তারকা অলরাউন্ডার পেশির চোট সারিয়ে তুলতে যতটা মনে করা হয়েছিল, তার থেকে বেশি সময় নিচ্ছেন। তাই তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেই নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত।
শোনা যাচ্ছে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচে সুন্দরের ব্যাক আপ কে হতে পারেন, সেইটা দেখে নিতে চান। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সকে তাই ব্যাকআপ হিসাবে রিয়ান পরাগকে তৈরি রাখতে বলেছে। এছাড়া তিলক বর্মার চোট নিয়েও উদ্বেগ রয়েছে। তিনিও চলতি সিরজ়ে মাঠে নামতে পারেননি। তাঁর অস্ত্রোপচার হওয়ার পর থেকে রিহ্যাব সারছেন তিলক। তাই তাঁর মেগা টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে এখনও ধন্ধে গোটা দেশ।










