What is the story about?
নয়া দিল্লি: ট্রেনে সফর তো সকলেই করেন, কিন্তু অনেকেই রেলওয়ের একাধিক নিয়ম সম্পর্কে জানেন না। ধরুন, আপনি খুব তাড়াহুড়োয় ট্রেন ধরতে গেলেন, স্টেশনে গিয়ে ভুলবশত নির্ধারিত ট্রেনের জায়গায় অন্য ট্রেনে উঠে গেলেন, তাহলে কী হবে? কিংবা বিনা টিকিটেই আপনি কোনও ট্রেনে উঠে গেলেন, তাহলে কী করবেন? ভারতীয় রেলওয়ের তরফে ট্রেন যাত্রীদের একাধিক অধিকার দেওয়া হয়েছে। যদি টিকিট ছাড়া ট্রেনে ওঠেন, তাহলেও টিটিই আপনার সঙ্গে খারাপ ব্যবহার বা আপনাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারেন না। যদি কোনও কারণে আপনি ভুল ট্রেনে উঠে পড়েন বা বুকিংয়ে কোনও ভুল করে থাকেন, যেখানে আপনি ভুল ট্রেনে উঠে পড়েছেন, তাহলে ঘাবড়াবেন না। টিটিই আসলে আতঙ্কিত হয়ে পড়বেন না। যদি আপনার কাছে টিকিট না থাকে, তাহলে টিটিই আপনার সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করতে পারে না। রেলওয়ের নিয়ম অনুযায়ী, টিটিই আপনাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারে না। ওই ট্রেনে যাত্রার জন্য ভাড়া এবং জরিমানা নেবেন ও বৈধ টিকিট ইস্যু করে দেবেন। টিটিই আপনার কাছ থেকে বিপুল টাকা বা রিসিপ্ট ছাড়া কোনও টাকা নিতে পারেন না। কোনও যাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার, হুমকিও দিতে পারেন না।















