অরিজিতের এই সিদ্ধান্তে নেটপাড়ায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। অনুরাগীদের মধ্যে কেউ কেউ এই সিদ্ধান্তকে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে বা মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের মতো ‘বড় ধাক্কা’ হিসেবে বর্ণনা করেছেন। এক ভক্ত লিখেছেন, “বিরাট কোহলির টেস্ট অবসর থেকে যে ধাক্কাটা পেয়েছিলাম, এটা সেই পর্যায়ের শক।” অন্য একজন অনুরাগী মন্তব্য করেছেন, “তিনি গান বানাবেন বলেছেন ঠিকই, কিন্তু সিনেমায় গায়ক হিসেবে তাঁকে পাওয়া যাবে না ভাবলেই খারাপ লাগছে। তবে সিদ্ধান্তটা ওঁর একান্ত ব্যক্তিগত, ওঁর আগামীর জন্য শুভকামনা রইল।” কয়েক দিন আগেই সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গান গেয়েছেন তিনি। এই ছবির ‘ক্ষণে গোরাচাঁদ’ গানটি জনপ্রিয়তা শীর্ষে। শুধু এই গানটি নয়, সম্প্রতি বেশ কিছু হিন্দি ছবিতেও তাঁর গান মুক্তি পেয়েছে। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-এ ‘গেহরা হুয়া’ গানটিও শ্রোতাদের পছন্দের তালিকায় সবার উপরে। আগামী ছবি ‘ও রোমিয়ো’-তেও রয়েছে অরিজিতের গান। অরিজিৎ সিং গানের পাশাপাশি সিনেমা পরিচালনাও করেছেন। ইতিমধ্যেই দু’টি ছবির পরিচালনার দায়িত্বে তিনি। শুটিংও করেছেন নিয়ম করে। তাঁর প্রথম ছবি ‘সা’ এখনও মুক্তির প্রতীক্ষায়। এই ছবির শুটিং হয়েছে অনেকটাই বোলপুরের নানা জায়গায়। সঙ্গীত মহলের একাংশের ধারণা, অরিজিৎ হয়তো গতানুগতিক সিনেমার গানের বাইরে এসে নিজের স্বাধীন মিউজিক বা ‘ইন্ডিপেন্ডেন্ট মিউজিক’-এ বেশি সময় দিতে চান। তবে কারণ যাই হোক না কেন, সিনেমার পর্দায় অরিজিতের সেই জাদুকরী কণ্ঠস্বর আর শোনা যাবে না ভেবেই ভারাক্রান্ত কোটি কোটি সঙ্গীতপ্রেমী মানুষের মন।View this post on Instagrampost shared by Arijit Singh (@arijitsingh)










