What is the story about?
নয়া দিল্লি: সরকারি হোক বা বেসরকারি, প্রত্যেক চাকরিজীবীরই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও অ্যাকাউন্ট থাকে। মাসে মাসে আপনার বেতন থেকে একটা নির্দিষ্ট টাকা জমা পড়ে পিএফ অ্যাকাউন্টে। কর্মীদের অবসরকালীন ফান্ড এটি। তবে বিশেষ প্রয়োজনে আপনি অবসরের আগেও পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। তবে জানেন কি, আপনার পিএফ অ্যাকাউন্টে বেতনের থেকে কেটে নেওয়া টাকা জমা পড়ার পাশাপাশি ওই জমা টাকার উপরে সুদও পাওয়া যায়। বার্ষিক সুদ পাওয়া যায় পিএফ অ্যাকাউন্টে। এবার খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে মোটা টাকা। কীসের টাকা জানেন? ইপিএফও খুব শীঘ্রই গ্রাহকদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা করতে চলেছে। ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। আপনার ইপিএফও অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তার উপরে নির্ভর করে সুদ পাবেন। ৪০ হাজার টাকা পর্যন্ত সুদ পেতে পারেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি ৫ লক্ষ টাকা ব্যালেন্স থাকে, তাহলে ৮.২৫ শতাংশ সুদের হারে ৪০ হাজার টাকা পেতে পারেন সুদ বাবদ। এর জন্য আপনাকে কোনও আবেদন করতে হবে না। ইপিএফও-র তরফেই আপনার অ্যাকাউন্টে টাকা জমা করে দেবে।
আপনার অ্যাকাউন্টে পিএফের সুদের টাকা জমা পড়েছে কি না, কীভাবে জানবেন?
- প্রথমেই ইপিএফও ইউএএন (EPFO UAN Member) মেম্বার পোর্টাল খুলুন।
- এবার UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
- এবার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেই ওটিপি দিন।
- লগ ইন করার পর পাসবুক অপশনে ক্লিক করুন।
- এতেই আপনার পিএফ ব্যালেন্স দেখা যাবে।
- উমঙ্গ অ্যাপ ডাউনলোড করুন।
- এরপরে ইপিএফও সার্চ করুন।
- পরের ধাপে ভিউ পাসবুক অপশনে ক্লিক করুন।
- এরপরে ইউএএন নম্বর দিন।
- এবার মোবাইল নম্বরে আসা ওটিপি দিন।
- মেম্বার আইডি সিলেক্ট করে এবার পাসবুক খুললেই ব্যালেন্স দেখতে পাবেন।















