What is the story about?
কলকাতা: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার
অবসর নিচ্ছেন আগামী ৩১ জানুয়ারি। তারপর ডিজি পদে কাকে নিয়োগ করা হবে, তা নিয়ে ক্রমশ জটিলতা ছিল। কিন্তু সেই জটিলতা কার্যত আরও বাড়িয়ে দিয়েছিলেন, যখন ইউপিএসসি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছিলেন আইপিএস রাজেশ কুমার। কিন্তু এই মামলা তুলে নিচ্ছেন রাজেশ কুমার। রাজ্যের বিদায়ী ডিজি রাজীব কুমার। তাঁকে বিদায়ী সংবর্ধনাও দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যের পরবর্তী ডিজি কে হবেন, তা নিয়ে জটিলতা এখনও কাটেনি। ইউপিএসসি-র বক্তব্য, পূর্ববর্তী স্থায়ী ডিজি অবসর নেওয়ার অন্তত তিন মাস আগে পাঠাতে হত প্রস্তাবিত নামের প্যানেল। অর্থাৎ, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ওই তালিকা পাঠাতে হত। কিন্তু রাজ্য যে প্রস্তাবিত নামের প্যানেল পাঠিয়েছিল, সেটা ওই বছরের ২৭ ডিসেম্বর। সম্প্রতি সেই প্যানেল ফেরত চলে আসে। ক্যাটের নির্দেশ ছিল ২৩ জানুয়ারি রাজ্যের পাঠানো সিনিয়রিটির ভিত্তিতে তালিকা থেকে নাম বাছাই করবে ইউপিএসসি। ২৮ তারিখের মধ্যে চূড়ান্ত তিনজনের নাম বাছাই করে রাজ্যকে পাঠাবে এবং ২৯ জানুয়ারির মধ্যে রাজ্য পরবর্তী ডিজি নিয়োগ করবে। কিন্তু ইউপিএসসি ক্যটের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করে। তাঁর দাবি, ডিজি হওয়ার সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে বঞ্চিত করা হয়েছে। তাঁর করা মামলার প্রেক্ষিতে ট্রাইবুনাল গত বুধবার নির্দেশ দেয়, ২৩ জানুয়ারির মধ্যে ডিজি পদের জন্য প্রস্তাবিত নামের তালিকা পুনরায় ইউপিএসসি-র কাছে পাঠাতে হবে রাজ্যকে। সেই নির্দেশের পর বুধবার আট জন সিনিয়র আইপিএস-এর প্রস্তাবিত নামের তালিকা দিল্লিতে পাঠিয়ে দেয় রাজ্য সরকার। এদিকে, রাজেশ কুমার যে মামলা করেছিলেন, তা শোনার দিন ২ ফেব্রুয়ারি ধার্য হয়। এদিকে, ৩১ জানুয়ারিই রাজীব কুমারের কর্মজীবনের শেষ দিন। অবসরের পরে এই মামলা শোনার কোনও মানে হয় না জানিয়ে, রাজেশ কুমার ক্যাট থেকে আদালত অবমাননার মামলা তুলে নিতে চলেছেন।














