ব্যারাকপুর: বঙ্গ সফরে এসে আনন্দপুরে অগ্নিকাণ্ড নিয়ে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে বিজেপির কর্মিসভা থেকে রাজ্যের শাসকদলকে নিশানা করেন তিনি। আর সেখানেই তিনি বলেন, আনন্দপুরের অগ্নিকাণ্ড দুর্ঘটনা ছিল না। ওটা তৃণমূল সরকারের দুর্নীতির জন্য ঘটেছে।
আর কী কী বললেন তিনি?
- ২২ তম রাজ্য হিসাবে বাংলা জিতলেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখনই খুশি হবেন।
- আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়দের টিকিট না দিয়ে দেখান। এই অভিযুক্তদের টিকিট দিতেই হবে। না হলে ওরা ভাইপোর নাম বলে দেবে: অমিত শাহ
- মতুয়া সমাজের ভয় পাওয়ার কিছু নেই। নমশূদ্র সমাজের ভয় পাওয়ার করার নেই: অমিত শাহ
- ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন দেখছেন। তাই দুর্নীতি দেখতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়: অমিত শাহ
- দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পারছেন না: অমিত শাহ
- বিজেপি ক্ষমতায় এলেই সীমান্তে কাঁটাতার দেওয়া হবে জানিয়ে শাহ বলেন, "এপ্রিল মাসে বিজেপি সরকার হওয়ার পরে ৪৫ দিনের মধ্যে এই কাজ হবেই। বিজেপির মুখ্যমন্ত্রী করবেন।"
- অনুপ্রবেশকারীদের রোখার প্রয়োজন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেন্সিংয়ের জন্য জমি দেয়নি। তাই কাঁটাতার দেওয়া যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের হস্তক্ষেপের পরও জমি দেননি। কারণ অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোটব্যাঙ্ক: অমিত শাহ
- বিগত ভোটগুলির পরিসংখ্যান তুলে অমিত শাহ বললেন, "৫০ শতাংশ ভোট পাবে বিজেপি।"
- শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য আমায় বলেছেন, জলাভূমির উপর গুদাম তৈরি করেছিল। কেউ কি বন্ধ করেছিল? এরা যদি অনুপ্রবেশকারী হত, তাহলে কি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়? পর্দার আড়াল করতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি করুন। এপ্রিলের পরে বিজেপি সরকার এসে খুঁজে খুঁজে অপরাধীদের বের করবে।
- আনন্দপুরের অগ্নিকাণ্ড কোনও দুর্ঘটনা নয়। ২৫ জনের মৃত্যু হয়েছে। মোমো কারখানার মালিক কার সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন? কেন এখনও গ্রেফতার হল না?