Explore
Tv9 Bangla
Today In India
নিউটাউনে সিপিএম-হুমায়ূন বৈঠকে কী হল?
কলকাতা:
জোটের জল কোনদিকে গড়াচ্ছে তাই যেন এখন লাখ টাকার প্রশ্ন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু থেকে শুরু করে, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে সকলেই বলছিলেন আলোচনা চলছে। এরইমধ্যে সেলিমের সঙ্গে বৈঠক করে ফেললেন হুমায়ুন কবীর। মিটিং থেকে বেরিয়ে তাঁর সাফ কথা, বন্ধুত্বপূর্ণ পরিবেশে সদর্থক মিটিং হয়েছে। তবে খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল-বিজেপি। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, সবই তো মোঘল সাম্রজ্য। হুমায়ুনও ছিল মোঘল সাম্রাজ্যে, আবার সেলিমও ছিল। কুণাল ঘোষ বলছেন, “বলছে আমি মন বুঝতে গিয়েছি। যত অতৃপ্ত আত্মা আছে ওরা বলছে এসো হাতে হাত ধরি। কিন্তু আমরা ওসব ভাবছি না। আমরা বিপুলভাবে জিততে চলেছি।”
এরপরই সরাসরি সেলিমকে একহাত নিয়ে কুণাল বলেন, যেখানে বিজেপির নেতারা থাকেন। বিজেপির নেতারা বৈঠক করেন, থাকেন, খাওয়া-দাওয়া করেন। সেখানে গিয়ে বৈঠক করেছেন মহম্মদ সেলিম। ওনার আচরণ রাজনৈতিকভাবে দেউলিয়ার সামিল।”
তোপ দাগছেন বিজেপি নেতা সজল ঘোষও। কটাক্ষের সুরেই বলছেন, হুমায়ুন আর সেলিম এক হ্যা। বাবরি মসজিদের নির্মাতা হুমায়ুন কবীর, প্রধান পৃষ্ঠপোষক মহম্মদ সেলিম। অন্যদিকে সেলিম পাল্টা বিজেপি ও তৃণমূলকে একহাত নিয়েছেন। বলছেন, “এই হুমায়ুন কবীর বিজেপিতে গিয়ে লোকসভার প্রার্থী হল। সেই আবার রাতরাতি যখন ফিরে এল তখন তৃণমূল কংগ্রেস তাঁকে বিধায়ক করে দিল। এসব নিয়ে কোনও সমস্যা নেই। আর কে কাকে চোখ মেরেছে তা নিয়ে তোমাদের চোখের বালি হচ্ছে।” একইসঙ্গে তাঁর সংযোজন, “সবই তলিয়ে নিতে হয়, বাজিয়ে নিতে হয়। তুমি জামা কিনতে গেলে টেনেটুনে দেখো মাপ ঠিক হবে কিনা, আর রাজনীতিতে তুমি মাপজোক করবে না! আমি প্রথমে চেখে দেখি। আসলে ও কি চাইছে। তারপর দলে আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত হবে। সবই তলিয়ে নিয়ে হয়, বাজিয়ে নিতে হয়।”
More stories you might like
ABP আনন্দ
Humayun Kabir: নিউটাউনের হোটেলে হুমায়ুনের সঙ্গে 'জোট' বৈঠক, 'মন বোঝা হল', বলছেন মহম্মদ সেলিম
Tv9 বাংলা
Netaji’s birthday: ‘২৭ জানুয়ারি নেতাজির জন্মদিন’, পরেশ অধিকারীর উপর বেজায় চটেছে ফরওয়ার্ড ব্লক
Tv9 বাংলা
Home Secretary: পাঁচবার রিমাইন্ডার দিলেও তালিকা দেয়নি রাজ্য, স্বরাষ্ট্র সচিব সহ ২৫ অফিসারকে বেনজির নির্দেশ কমিশনের
TV9 বাংলা
CPM: হুমায়ুনের সঙ্গে কোনও জোট নয়, একাধিক জেলা থেকে এল আপত্তি
ABP আনন্দ
Humayun Kabir Exclusive: '১৫ ফেব্রুয়ারির মধ্যে জোট প্রক্রিয়া সম্পূর্ণ করার আলোচনা', সেলিমের সঙ্গে বৈঠকের পর বলেন হুমায়ুন
ABP আনন্দ
Bengal SIR Hearing: SIR-শুনানির নোটিস হাতে নিয়ে লাইনে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন !
TV9 বাংলা
BJP in Protest: মমতার সভায় স্কুল পড়ুয়ারা! ‘শিক্ষা ভবন’ কেটে ‘তৃণমূল ভবন’ করে দিল বিজেপি
ABP আনন্দ
Humayun Kabir: মিশন ২০২৬ বিধানসভা ভোট, নিউটাউনের ওয়েস্ট ইন হোটেলে হুমায়ুন-সেলিম বৈঠক
ABP আনন্দ
SIR Hearing : 'কবে আসবে বুঝতে পারছিলাম না, ফাইনালি ভালবাসার চিঠি এসেছে', SIR শুনানির লাইনে দেবাংশু ভট্টাচার্য
TV9 বাংলা
Suvendu Adhikari: ৪ দিনের মাথায় আনন্দপুরের ‘জতুগৃহে’র বাইরে জারি ১৬৩ ধারা, যেতে চেয়ে হাইকোর্টে শুভেন্দু
AI Generated
This may include content generated using AI tools. Glance teams are making active and commercially reasonable efforts to moderate all AI generated content. Glance moderation processes are improving however our processes are carried out on a best-effort basis and may not be exhaustive in nature. Glance encourage our users to consume the content judiciously and rely on their own research for accuracy of facts. Glance maintains that all AI generated content here is for entertainment purposes only.