What is the story about?
বর্ধমান: ২০২১-এ জোট গড়েও কোনও লাভ হয়নি। কমতে কমতে শূন্যে এসে ঠেকেছে বামেরা। গত পাঁচ বছর ধরে বামেদের কোনও প্রতিনিধিই নেই রাজ্য বিধানসভায়। বারবার শূন্যের খোঁচা শুনতে হয়েছে রাজ্যের একসময়ের শাসক দলকে
সিপিএম-কে। এবার আসন্ন বিধানসভা নির্বাচনে সেই তকমা ঘোচাতে মরিয়া বাম শিবির। জেলায় জেলায় বাংলা বাঁচাও যাত্রার পর এবার ভোটকে সামনে রেখে ইস্তেহার প্রকাশের কথা বলে দিলেন বাম নেতা শতরূপ ঘোষ। আজ, বুধবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভার লক্ষ্মীপুর আটপাড়ায় বামেদের একটি সভা ছিল। সেখানেই শতরূপ ঘোষের মুখে প্রতিশ্রুতির কথা শোনা যায়। বামেরা জিতে বিধায়ক হলে, কী কী কাজ করা হবে, সে কথাও ঘোষণা করে দিয়েছেন শতরূপ। শতরূপ ঘোষ এদিন বলেন, "বাম প্রার্থীরা বাংলার যেখানে যেখানে জিতে বিধায়ক হবে, সেই প্রতিটি কেন্দ্রে বাম বিধায়করা তাঁদের পাঁচ বছরের বিধায়ক তহবিলের টাকার তিনভাগের একভাগ বরাদ্দ করবে মহিলাদের উন্নয়নের জন্য।
মহিলাদের জন্য কলেজ, স্কুল তৈরি হবে। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য স্কিম করা হবে। ব্লকে ব্লকে মেয়েদের খেলাধুলোর জন্য আলাদা সেন্টার তৈরি করা হবে, যাতে বাংলায় আরও অনেক ঝুলন গোস্বামী তৈরি হতে পারে। মেয়েদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাঁরা বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর হতে পারে।" লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে অবশ্য ওই টাকার তুলনা করতে নারাজ শতরূপ।
তাঁর কথায়, লক্ষ্মীর ভান্ডার তো সরকারি টাকায় দেওয়া হয়। সেই স্কিম যেমন চলছে চলবে। এগুলো এলাকাভিত্তিক উন্নয়নের টাকা বলে উল্লেখ করেন তিনি। শতরূপের দাবি, বামেরা ক্ষমতায় এলে স্কিমের লিস্টে নাম তোলার জন্য আর গোলামি করতে হবে না।














