What is the story about?
নয়া দিল্লি: অবসরের পর ভবিষ্যতের সঞ্চয় বলতে অনেকেরই ভরসা প্রভিডেন্ট ফান্ড (Employees Provident Fund)। চাকরিজীবনে প্রতি মাসে মাসে যে টাকা জমা পড়ে, তা-ই অবসরের পর পাওয়া যায়। তবে অনেকেই জানেন না যে পিএফ(PF)-র টাকা দুটো ভাগে জমা হয়। একটা অংশের টাকা আপনি অবসরের আগেও তুলতে পারেন। আরেকটা অংশের টাকা একমাত্র অবসরের পরই পাওয়া যায়।
মাসে মাসে পেনশন (Pension) হিসাবে পাওয়া যায় এই টাকা।
যদি কেউ ১০ বছর চাকরি করেন, তাহলেই পিএফের পেনশনের জন্য যোগ্য হন। তার আগে যদি কেউ চাকরি ছেড়ে দেন এবং আর কখনও চাকরি না করেন, তাহলে পিএফের পেনশন পান না। অন্যদিকে চাকরির ১০ বছর হয়ে গেলেই যে আপনি পেনশনের টাকা তুলতে পারবেন, তা নয়। অবসরের বয়স হলে অর্থাৎ ৫৮ বছর হওয়ার পরই এই পেনশনের টাকা পাওয়া যায়।















