কলকাতা: শনিবার বাংলায় জোড়া কর্মসূচি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার মধ্যে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে বিজেপি কর্মীদের সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই আননন্দপুরী মাঠ নিয়েই বিস্ফোরক অভিযোগ করল তৃণমূল কংগ্রেস।
এদিন রাজ্যের শাসকদল অভিযোগ করে, আনন্দপুরী মাঠে সরস্বতী পুজোর অনুমতি দেয় না অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রক। তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব দিল বিজেপি। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাংবাদিক বৈঠকে পার্থ ভৌমিক বলেন, "এই মাঠে একটা সময় সাড়ম্বরে সরস্বতী পুজো হত। সাড়ম্বরে মেলা হত। ব্যারাকপুর থেকে যে সমস্ত ভালো ফুটবলার, খেলোয়াড় উঠে এসেছেন, তাঁরা একসময় এই মাঠে খেলাধূলা করতেন।
আপনারা জেনে আশ্চর্য হবেন, ২০১৪ সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর এই মাঠে সরস্বতী করতে দেওয়া হয় না। খেলাধূলা করতে দেওয়া হয় না। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একসময় বাংলায় এসে অভিযোগ করতেন, বাংলায় সরস্বতী পুজো করতে দেন না দিদি। অথচ বাংলার মানুষ জানেন, বাংলায় সরস্বতী পুজো হয়। আর অমিত শাহজিকে জানাই, আপনার মন্ত্রক আনন্দপুরী মাঠে সরস্বতী পুজোর অনুমতি দেয় না। খেলার অনুমতি দেয় না। মেলার অনুমতি দেয় না। অথচ আপনার সভার জন্য মাঠ পরিষ্কার করা হচ্ছে। আপনি সভা করতে পারবেন, অথচ ব্যারাকপুরের ছেলে-মেয়েরা সেখানে খেলতে পারবে না।"
অনুপ্রবেশকারী ইস্যুতে গত বেশ কিছুদিন ধরেই তৃণমূলকে আক্রমণ করে চলেছে বিজেপি। পাল্টা জবাব দিচ্ছে তৃণমূলও। শাহর বাংলায় থাকার সময়ই অনুপ্রবেশকারী ইস্যুতে এদিন ব্রাত্য বলেন,
"মালদহে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিজেপিরই বুথ সভাপতি গ্রেফতার হয়েছেন। তাহলে সীমান্ত সুরক্ষা, গরু পাচার রোধ-এসব কার দায়িত্ব?" আনন্দপুরী মাঠ নিয়ে পাল্টা তৃণমূলকে নিশানা করে বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূলী কায়দায় জমি দখলের যে চক্র চলে, কেন্দ্রীয় সরকারের এই জমি নিয়েও ওখানকার জনপ্রতিনিধিরা নিশ্চয় কোনও ফন্দি ফিকির করেছিল। তাই হয়তো সংস্থা অনুমতি দেয়নি।
রাজ্য সরকারের জমিগুলি যেমন তৃণমূল নিজেদের নামে দখল করে নিয়েছে, সেরকমই কোনও পরিকল্পনা ছিল। তাই, এখন যখন অমিত শাহর সভা হচ্ছে, তা নিয়ে তাদের গা জ্বলছে। রাজ্য সরকারের কোনও জমিতে আমরা যখনই কোনও সভা করতে যাই, তা নিয়ে বাধার সৃষ্টি করে তারা। এক্ষেত্রেও হয়তো বাধার চেষ্টা করে সফল হয়নি। তাই এই ধরনের অভিযোগ করছে।"