কলকাতা: সাম্প্রতিক অতীতে মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লদের মতো তারকা ক্রীড়াবিদদের ডাকা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক হেভিওয়েট ক্রীড়া ব্যক্তিত্বের নাম। SIR শুনানিতে (West Bengal SIR) ডাক পেলেন
মেহতাব হোসেন (Mehtab Hossain)। গতকালই হাতে নোটিস পেয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার।
বাংলা তথা ভারতীয় ফুটবলের পরিচিত মুখ মেহতাব। অতীতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান, কলকাতার দুই প্রধানের হয়েই ময়দান কাঁপিয়েছেন মেহতাব। জাতীয় দলের হয়েও ৩৩টি ম্যাচ খেলেছেন। সেই মেহতাবকেই এবার SIR শুনানিতে ডাকা হল। রবিবার মল্লিকপুরের আব্দুস শকুর হাইস্কুলের শুনানিকেন্দ্রে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু কেন ডাক পেলেন মেহতাব?
এই বিষয়ে প্রাক্তন ফুটবলার নিজেই খোলসা করে সবটা জানান। মেহতাব হোসেন জানান নামের গড়মিলের জেরেই তিনি শুনানিতে ডাক পেয়েছেন। মেহচবার বলেন, 'তালিকায় মায়ের নামের সঙ্গে নিজের নামের বানান না মেলায় SIR শুনানিতে ডাক।' তিনি একা নন, এর আগে তাঁর মাকেও কিন্তু শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল বলে জানান মেহতাব।










